জীবনে সুখী হবার উপায় কী?

 জীবনে সুখী হবার উপায় কী?

জীবনে সুখী হবার উপায় কী?. এলোমেলো কথা না বলে, সরাসরি আসল কথায় আসি। দশটা পয়েন্ট দিচ্ছি। যদি মানতে পারেন তবেই আপনি জীবনে সুখী হতে পারবেন।

জীবনে সুখী হবার উপায় কী?

জীবনে সুখী হবার উপায় কী?


১। আপনাকে হৃদয়বান মানুষ হতে হবে। মনে রাখবেন, এই দুনিয়া হৃদয়বান মানুষদের জন্য।

২। দুই হাতে টাকা খরচ করবেন। কৃপণতা করা যাবে না।

৩। মানুষ কে ভালবাসবেন। হোক সে গরীব বা ধনী। হোক সে আপনার বাড়ির বুয়া, অথবা সিকিউরিটি           গার্ড।

৪। সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবেন। তাদের সাহায্য সহযোগিতা করবেন।

৫। আপনারা এলাকায় একটা লাইব্রেরী করে দিবেন। যেন যে কেউ মন ভরে বই পড়তে পারে।

৬। বেকারদের জন্য চাকরীর ব্যবস্থা করে দিবেন।

৭। অসুস্থ লোকদের চিকিৎসা করাবেন।

৮। দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়ে দিবেন। সমস্ত খরচ দিবেন।

৯। কেউ বিপদে পড়লে আপনি সবার আগে দৌড়ে গিয়ে সাহায্য করবেন।

১০। মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালোবাসা। তাই বিনা দ্বিধায় সবাইকে ভালবাসবেন।