AMOLED এমোলেড ডিসপ্লে কী ? What is an AMOLED display Bangla

 AMOLED এমোলেড  ডিসপ্লে কী ?

AMOLED এমোলেড  ডিসপ্লে কী ? AMOLED এমোলেড  ডিসপ্লে কী ? What is an AMOLED display Bangla. AMOLED এমোলেড ডিসপ্লে Active Matrix Organic এক প্রকার ডিসপ্লে প্রযুক্তি যা মোবাইল, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, টিভি ইত্যাদিতে ব্যবহার করা হয়। এমোলেড ডিসপ্লে তে কোনো ব্যাক লাইট এর ব্যবহার করা হয় নি। বরং এর প্রতিটি পিক্সেলস কে আলাদা আলদা লাইট হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে করুন স্ক্রীন এ আপনি একটি ছোট মার্বেল এর ছবি দেখছেন।
AMOLED এমোলেড  ডিসপ্লে কী

AMOLED এমোলেড ডিসপ্লে এখন এলসিডি ডিসপ্লে তে সেই ছোট মার্বেল এর ছবিটিকে প্রদর্শন করাতে যেটা কিনা স্ক্রীন এর এক ছোট জায়গা জুড়ে অবস্থান করছে পেছনের সম্পূর্ণ ব্যাক লাইট জ্বালিয়ে রাখতে হয়। কিন্তু এমোলেড ডিসপ্লে তে লাইট শুধু সেখানেই জ্বলবে যেখানে শুধু ছবিটি আছে, আর বাকী স্ক্রীনটি কালো থাকবে। এমোলেড ডিসপ্লে এক বিশেষ স্থান নিয়ে জ্বলবার কারণে এটি অত্যাধিক কম পাওয়ার ক্ষয় করে। এবং এটির আরেকটি সুবিধা হলো এটি কালো কালারকে ত্রুএ কালার দিতে পারে। যেহেতু কালো কালার এর জন্য আলাদা কোনো পিক্সেলকে জ্বলতে হয় না। তাছাড়াও এমোলেড প্রযুক্তিতে কনট্রাস্ট রেসিও অনেক বেশি লক্ষ করা যায়। 

AMOLED এমোলেড  ডিসপ্লে কী ? 

ডিসপ্লে: তো যদি ডিসপ্লেতে আসি, তাহলে বর্তমানে ২০,০০০ টাকার নিচে AMOLED ডিসপ্লে পাওয়া যায় না বললেই চলে। AMOLED ডিসপ্লে IPS LCD ডিসপ্লে থেকে ভালো। ডিসপ্লে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, দুটি ফোনের মধ্যে যেটার ডিসপ্লে ভালো বেশি সেটাকে প্রাধান্য দাওয়া যেতেই পারে। আজকাল ২০,০০০ এর নিচে FHD+ resolution পাবেন। বড় ডিসপ্লের ফোনে ভিডিও বা মুভি দেখে মজা বেশী, তবে পকেটে আটাতে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে 6.5–6.7 inch ডিসপ্লে আদর্শ হতে পারে। High Refresh Rate অর্থাৎ 90 Hz,120 Hz এগুলো কিছুই না, 60 Hz এ আপনার আমার মত সাধারণ ব্যবহারকারিদের দিব্যি চলে যায়।