কিভাবে সকলের কাছে প্রিয় পাত্র হতে পারি? kivabe sokol er kache priyo patro hote pari

 কিভাবে সকলের কাছে প্রিয় পাত্র হতে পারি?

কিভাবে সকলের কাছে প্রিয় পাত্র হতে পারি?.  খুব সুন্দর একটা মসজিদ। মসজিদটা বিনা কারনে ভেঙ্গে ফেলা হলো। তখন একদল লোক বলবে ভালো কাজ হয়েছে। আরেকদল লোক বলবে এটা খুবই গর্হিত কাজ হয়েছে। আবার ধরুন একটা লাইব্রেরী। লাইব্রেরী ভরতি বই। পুরো লাইব্রেরীতে আগুন লাগিয়ে দেওয়া হলো। সমস্ত লাইব্রেরী পুড়ে ছারখার হয়ে গেলো। তখনও একদল লোক বব্লবে লাইব্রেরী পুড়িয়ে মন্দ কাজ করা হয়েছে। আরেকদল লোক বলবে- লাইব্রেরী পুড়িয়ে ভালোই হয়েছে। অথচ মসজিদ বা লাইব্রেরী ধ্বংস করা কখনও ভালো কাজ হতে পারে না। অর্থ্যাত মানুষ দুই রকম- ভালো মানুষ এবং মন্দ মানুষ। অবাক হলেও সত্য- সমাজে মন্দ মানুষের সংখ্যাই বেশি।

কিভাবে সকলের কাছে প্রিয় পাত্র হতে পারি

একজন মানুষ সকলের কাছে কখনও প্রিয় হতে পারে না। তবে প্রিয় হবার চেষ্টা অব্যহত রাখতে হবে। সবার কাছে প্রিয় হবার জন্য আপনাকে অবশ্যই ধনী হতে হবে। এই সমাজে যার টাকা নেই তাকে মানুষ ভালোবাসে না। সম্মান করে না। কাজেই প্রচুর টাকা ইনকাম করতে হবে। সেই টাকা অসহায় ও দরিদ্র মানুষদের জন্য খরচ করতে হবে। মনে রাখবেন, মানুষ হৃদয়বান মানুষদের ভালোবাসে। কৃপণদের নয়। আমি বিশ্বাস করি- তীব্র ইচ্ছা থাকলে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে। মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য যা যা করা যেতে পারে-


কিভাবে সকলের কাছে প্রিয় পাত্র হতে পারি? kivabe sokol er kache priyo patro hote pari

কিভাবে সকলের কাছে প্রিয় পাত্র হতে পারি

১। ধনী গরীব সকল শ্রেনীর মানুষকে ভালোবাসতে হবে।


২। অসহায় মানুষের পাশে থাকতে হবে। তাদের বিপদে আপদে সাহায্য করতে হবে।


৩। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে।


৪। দরিদ্র পিতা মাতার সন্তানকে স্কুলে ভরতি করিয়ে দিতে হবে। তাদের লেখাপড়ার খরচ দিতে হবে।


৫। আপনার সাধ্য অনুযায়ী বেকারদের জন্য চাকরীর ব্যবস্থা করে দিতে হবে।


৬। একটা লাইব্রেরী করে দিতে হবে। যেন সবাই বিনা মূল্যে বই পড়তে পারে।


৭। ক্ষুধার্থ মানুষকে পেট ভরে খাওয়াতে হবে। অভাবীকে সাহায্য করতে হবে।


৮। সব সময় সত্য কথা বলতে হবে। কথা এবং কাজে মিল থাকতে হবে।


৯। নারীদের সম্মান করতে হবে। হোক সে আপনার বাসার কাজের বুয়া।